ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১৮:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবন নির্মাণ কাজে মাটি মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলো জেলার কামারখন্দ উপজেলার চড়কুড়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে বেল্লাল হোসেন (৬০) ও একই গ্রামের জেলকাত হোসেন (৭০)।

এ সময় আরও ৫ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সকাল থেকে ধানবান্ধিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবন নির্মান কাজ করছিল ৭ জন শ্রমিক। বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা মাটি কাটার সময় ধসে সবাই মাটির নিচে চাপা পড়ে। তখন স্থানীয়রা কয়েকজন শ্রমিককে উদ্ধার করলেও দুই শ্রমিক মাটির নিচে আটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে স্থানীয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।

কেআই/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি