ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভৈরবে মাদকবিরোধী অভিযানে আটক ৮

প্রকাশিত : ১১:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ভৈরবে র‌্যাব ও পুলিশের মাদক বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট।

রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের কাছ থেকে সার বোঝাই ট্রাক তল্লাসি করে সাড়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

ভৈরব থানা পুলিশ জানায়, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ছাড়া ৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি