পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত : ২১:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ সময় বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছে। নিহত আনন্দ ওই বাসের মালিক।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শিশু, নারী ও শিক্ষার্থীসহ ২২ জন যাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার বছরের এক শিশু মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় শিশুটির একহাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ।
আহতরা জানায়, বাসটি সকাল সাড়ে ৭টায় অর্ধশত যাত্রী নিয়ে খান ক্লাসিক পরিবহনের (ঢাকা মেট্রো -জ-০৪-০৭৯১) বাসটি গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে উল্টে পরে দুর্ঘটনা ঘটে।
কেআই/
আরও পড়ুন