ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত

প্রকাশিত : ১৩:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় জিরন মাবিয়া নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কানসাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের সাইফুদ্দিনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই নারী একটি মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি থেকে রানীপুকুর নামক স্থানে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক কানসাট এলাকায় ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা যায়নি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি