ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

প্রকাশিত : ১৭:১০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সিরাজগঞ্জ ও বেলকুচিতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত ও ৫ জন আহত হয়েছে। এদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা সড়কের সদর উপজেলার শিয়ালকোল ও বেলকুচি-এনায়েতপুর সড়কে শেরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে সিরাজগঞ্জ থেকে একটি সিএনজি নলকায় যাচ্ছিলো। সিএনজিটি শিয়ালকোল বাজারে পৌছলে একটি ট্রাক চাপা দেয়। এতে রাস্তার পাশে দাড়িয়ে থাকার অজ্ঞাত এক নারী নিহত ও সিএনজির দুই যাত্রী আহত হয়।

অপরদিকে বেলকুচি-এনায়েতপুর সড়কের শেরনগরে একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে ৩ যাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এতথ্য নিশ্চিত করেছে।

কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি