ঝিনাইদহে সরিষা ক্ষেতে মধু চাষ (ভিডিও)
প্রকাশিত : ১০:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৯
ঝিনাইদহের সরিষা ক্ষেতে চলছে বাণিজ্যিকভাবে মধুচাষ। এতে কাজের সুযোগ পাচ্ছেন অনেক বেকার। একইসঙ্গে মৌমাছি ফুলের পরাগায়ন ঘটানোয় বাড়ছে সরিষার ফলনও।
ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকুন্ডু ও শৈলকুপার প্রায় প্রতিটি মাঠেই এমন হলুদের সমারোহ। এসব সরিষা খেতে চলছে মৌচাষ। স্থাপন করা হয়েছে অসংখ্য মৌবাক্স।
মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। ৬দিন পর পর ধোঁয়ার মাধ্যমে পোকা তাড়িয়ে মধু সংগ্রহ করেন মৌয়ালারা। এ বছর সরিষা আবাদ ভালো হওয়ায়, বেশ খুশি মৌচাষিরা।
খাঁটি মধু কিনতে দূর-দূরান্ত থেকে আসেন অনেকে। আর তা মিলছেও বেশ কম দামে।
এ ব্যাপারে সহযোগিতা ও পরামর্শের হাত বাড়িয়ে দিয়েছে কৃষিবিভাগ।
ঝিনাইদহে চলতি মৌসুমে ১০ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
আরও পড়ুন