ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে মনিকা একাডেমির আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একাডেমি কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির শিশুরা অংশগ্রহণ করে। শহীদ মিনারসহ একুশের চেতনা উঠে আসে শিশুদের আঁকা ছবিতে।

মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা ও আঞ্চলিক শিল্পী সাহিত্যিক পরিষদের সভাপতি মুহাম্মদ সুবজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রওশন আরা কবির লিলি। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ফরহাদ খান ও আবৃত্তিকার হিমাংশু বিশ্বাস।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি