ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ১০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ শনিবার ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের হতেয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিহাতী উপজেলায় নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন মুসা ও চাঁপাইনবাবগঞ্জের অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল। তিনি সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে হতেয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি