ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত : ১১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

নড়াইল সদরের দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ইয়াবাসহ একাধিক মামলার আসামি রুবেল মোল্যাকে (৩১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। রুবেল সদরের আকদিয়া গ্রামের হাবিবুর রহমান মোল্যার ছেলে।

ডিবি পুলিশের এসআই সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫০ পিস ইযাবাসহ একাধিক মাদক মামলার পলাতক আসামি রুবেলকে গ্রেফতার করা হয়েছে। রুবেল লোহাগড়ার কালনাঘাট থেকে ইজিবাইকে করে নড়াইলের দিকে আসছিলো।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি