ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাভারে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৮:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকার উপকন্ঠ সাভারে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা গ্রামের বজলুর রহমানের বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বামী মোহাম্মদ আলী (২২) স্ত্রী রুমি খাতুন (১৬)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সালানচর গ্রামে।

পুলিশ জানায়, সোমবার বিকালে তাদের ভাড়া ঘরের আড়ার সাথে একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশি ভাড়াটিয়ারা। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।

গত তিনদিন আগে নিজেদের পছন্দে বিয়ে হয় তাদের। বিয়ের পর উভয়ের পরিবার তাদের বিয়ের বিষয়টি মেনে নেয়নি বলেও জানান পতিবেশিরা। নববধূ রুমি খাতুন স্থানীয় একটি পোশাক কারখানায় সহকারি অপারেটর পদে কাজ করতো। আর স্বামী সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী কলেজের ২য় বর্ষে পড়াশুনা করতো বলে জানিয়েছে পুলিশ। ধারনা করা হচ্ছে স্বামী-স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই অখিল খন্দকার বলেন, লাশ ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

কেআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি