বিষাক্ত পানিতে বাসের অনুপযোগী নওগাঁর মহাদেবপুর গ্রাম(ভিডিও)
প্রকাশিত : ১১:০৭, ৫ মার্চ ২০১৯
চালকলের ছাই, ধোঁয়া ও বিষাক্ত পানিতে বাসের অনুপযোগী হয়ে পড়েছে নওগাঁর মহাদেবপুর গ্রাম। ছাই চোখে পড়ে অন্ধও হয়ে গেছেন অনেকে। এ’নিয়ে প্রতিবাদ করেও, সমাধানে হয়নি নেয়া হয়নি কোন উদ্যোগ।
ছাইয়ে ঢাকা বছনা গ্রাম। এ গ্রামের মাঝখানে চালকল হওয়ায় চরম হুমকিতে জনজীবন। প্রতিনিয়ত ছাই চোখে পড়ে অনেককে বরণ করে নিতে হয়েছে অন্ধত্ব।
নওগাঁ জেলায় ১২শ’ চালকলের মধ্যে মহাদেবপুর উপজেলাতেই ৪শ’টি চালকল। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে এসব কল।
ভুক্তভোগীরা জানান, চালকলের দূষিত পানি খাঁড়িতে পড়ায় মরে যাচ্ছে মাছ ও জলজ প্রাণী। ছাইয়ের প্রভাবে এখানের কোন গাছে ফুল ফোটেনা; ধরে না কোন ফল। এ’নিয়ে প্রতিবাদ করেও মেলেনি কোনো সুফল।
পরিস্থিতি সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
দ্রুত সমাধান না হলে বসতবাড়ি ছাড়তে হবে এ’গ্রামের ৭শ’ পরিবারকে।
আরও পড়ুন