না ফেরার দেশে কিশোরগঞ্জের রম্য অভিনেতা আশীষ
প্রকাশিত : ২১:০৩, ৬ মার্চ ২০১৯
না ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের স্বনামধন্য রম্য অভিনেতা আশীষ চক্রবর্তী রানা। বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।
সোমবার (৪ মার্চ) হঠাৎ বুকের ব্যাথা অনুভব হওয়ায় পর স্থানীয় হাসপাতালে নেয়ার পর শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাতক্ষণিক ঢাকায় নিয়ে আসা হয়। পরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশীষ চক্রবর্তী রানা স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘জলছবি’র কার্যকরি কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি সরকারি ভূমি কর্মরত ছিলেন। মা-বাবার তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিলেন তিনি।
নন্দিত এই রম্য অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতেও বইছে শোকের ছায়া।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চন্দ্রাবতী ফিল্ম সোসাইটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নাট্যকার আতাউর রহমান খান মিলন, নিরাপদ সড়ক আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তৌফিক খান, নাট্যকর্মী ন্যান্সি জাহান ছাদেকুর রহমান রতন সহ আরও অনেকে।
আরও পড়ুন