ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রকাশিত : ২০:১৮, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসুচি পালনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা  নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাফিকুল ইসলাম, ইউআরসি ইনষ্ট্রাক্টর মো. শাফিকুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. অহেদুজ্জামান, ওয়াকিল উদ্দিন, মো. শরিফ হোসেন, মোছা. জাকিয়া খাতুন, প্রধান শিক্ষক এনামুল হক, প্রধান শিক্ষক আবেদ আলী, গোলাম রব্বানী, মজনুর রহমান, শামীম হোসেন রাঙ্গা, মশিউর রহমান,আনারুল ইসলাম নবাব, মোকছেদ আলী, সহকারি শিক্ষক তাজউদ্দিন,শাহাজান বাদশা, আলমগীর হোসেন প্রমুখ।

উপজেলা পরিষদ চত্তরে শিক্ষা মেলায় গোলাপগঞ্জ ইউনিয়ন ১ম স্থান, ভাদুরিয়া দ্বিতীয় স্থান,দাউদপুর ও মাহমুদপুর তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন  শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি