ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ২১:২০, ১৩ মার্চ ২০১৯

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কাছিয়াপাড় ফেরীঘাটে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দিদারুল ইসলামকে প্রকাশ (কালা দিদার) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।    

জানা গেছে, (১৩ মার্চ) বুধবার সকাল অনুমানিক ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান বিপিএম, পিপিএম(বার) এর নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে কাছিয়াপাড় ফেরীঘাটে অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে (৩৫) প্রকাশ (কালা দিদার) গ্রেফতার করে পুলিশ। তার পিতার নাম-মৃত নুর উল্যা। উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর মতিয়া মুন্সির বাড়ী।

অভিযানের সময় দিদারুল ইসলামের কাছে থাকা ৫০০ গ্রাম কালো আঙ্গুরের ফলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) বিক্রয় ও সেবন করে আসছে। এ নিয়ে সন্দ্বীপ থানায় মাদকদ্রব্য আইনের একটি মামলা করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি