ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৮:২৫, ১৪ মার্চ ২০১৯ | আপডেট: ১০:০০, ১৪ মার্চ ২০১৯

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে ৪টি এবং বাকি ৮টি ফেরি দৌলতদিয়া ঘাটে এবং মাঝ পদ্মায় আটকা পড়েছে।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি