ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল

প্রকাশিত : ১৪:৪৪, ১৪ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:১৯, ১৪ মার্চ ২০১৯

পিরোজপুর ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মিরাজুল ইসলাম।

বুধবার (১৩ মার্চ) একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আল মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান মিরাজুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে আরেক প্রার্থী আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোসাম্মৎ কিশোয়ারা নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আসমা নির্বাচিত হন।

নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি