ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নড়াইলে ৩ দিনব্যাপী আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা

প্রকাশিত : ২০:৪২, ১৫ মার্চ ২০১৯

নড়াইলে তিন দিনব্যাপী আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরফুদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাসানুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস প্রমুখ।

প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইলসহ খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট এবং বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও বরিশাল মহিলা কাবাডি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দল ৪৮-২৮ পয়েন্টে বরিশাল জেলা দলকে হারিয়ে জয়ের শুভসূচনা করে। ১৭ মার্চ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিআইজি (পুলিশ হেডকোয়ার্টার্স) হাবিবুর রহমান বিপিএম ও পিপিএম (বার)।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি