ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য নৌ-র‌্যালী

প্রকাশিত : ২০:০৮, ১৬ মার্চ ২০১৯

‘কোন জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ এই শ্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে দোহারে বর্ণাঢ্য নৌ-র‌্যালী করেছে দোহার উপজেলা মৎস দপ্তর।

শনিবার সকালে উপজেলার নয়াবাড়ী ইনিয়নের বাহ্রাঘাট থেকে পদ্মা নদীতে ১২টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নৌ-র‌্যালীটি উপজেলার মুকসুদপুর এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস অধিদপ্তরের উপ-পরিচালক ড.কাজী ইকবাল আজম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান খানসহ উপজেলার ৮টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

পরে উপজেলার নারিশা ডাক বাংলোতে উপজেলার সকল জেলেদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন বাংলাদেশ খান আব্দুল মান্নান।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি