ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত : ০৮:৫৬, ১৮ মার্চ ২০১৯ | আপডেট: ১২:২৮, ১৮ মার্চ ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে বুদু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অজয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা ঈদগাহ ময়দানের পাশে দু’দল মাদক বিক্রেতাদের মধ্যে ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১ কেজি গাজা, ২০ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ওয়ারনশুটার গান উদ্ধার করেছে পুলিশ।

নিহত বুদু কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মধ্যপাড়া এলাকার জুরাদ আলীর ছেলে বলে জানা গেছে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬/৭টি মাললা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইনচার্জ অজয় দাস বলেন, রাত সাড়ে তিনটার দিকে গোলাগুলির আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মাদক বিক্রেতা বুদুকে পাওয়া যায়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে কিছু মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ বুদুকে উপজেলা মদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি