ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১৫:০১, ১৯ মার্চ ২০১৯

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার শেরকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানা বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার সকালে বগুড়া থেকে ফার্নিচার নিয়ে নাটোর আসার সময় উপজেলার শেরকোল ব্রিজের পাশে হোটেলে নাস্তা করতে নামেন মাসুদ রানা। পরে ট্রাকটিতে চলন্ত অবস্থায় উঠতে গিয়ে সড়কের ওপর পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি