ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা (ভিডিও)

প্রকাশিত : ০৮:৫৬, ২০ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:৪৮, ২০ মার্চ ২০১৯

গাজীপুরের ৪ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্র্থী। যারা দলীয় মনোনয়ন পাননি, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

গাজীপুরে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা।

এরইমধ্যে কালিগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন এবং ভাইস চেয়ারম্যান মাকসুদ উল আলম। শুধু মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন।  

বাকী ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও ইতোমধ্যে শ্রীপুর উপজেলায় ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন ও কাপাসিয়ায় জাতীয় পার্টির থেকে ১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি, তারা মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

অপরদিকে, ভোটারদের কাছে নারী উন্নয়ন ও সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

তবে সাধারন ভোটাররা কষছেন নানা হিসাব। সৎ ও যোগ্য প্রার্থীদেরকেই বিজয়ী করতে চান তারা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

আগামী ২৪ মার্চ গাজীপুরের ৪ উপজেলায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বিস্তারিত দেখতে ভিডিতে ক্লিক করুন :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি