ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে একই নকশায় শ্রেণিকক্ষ (ভিডিও)

প্রকাশিত : ১৭:০৫, ২৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সারাদেশে একই নকশার ৬৪ হাজার শ্রেণীকক্ষ তৈরি করছে সরকার। চলতি বছরের জুলাই থেকে এর নির্মান কাজ শুরু হবে। এছাড়া রাজধানীতে ৪৩০টি স্কুলের শ্রেণী কক্ষগুলোকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনাও আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের।

উন্নত পারিপার্শ্বিক পরিবেশ পাঠ ও পঠনে সহায়ক ভূমিকা রাখে শিক্ষার্থীদের মনস্তত্বে।

শিক্ষণ প্রক্রিয়ায় বৈজ্ঞানিক ভিত্তির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে দৃষ্টি দিচ্ছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।

এরইমধ্যে সারাদেশের প্রয়োজনীয় সংখ্যাক শ্রেণী কক্ষের চাহিদার তথ্য সংগ্রহ, করা হয়েছে।

এর পাশাপাশি পাঠকক্ষগুলো আরো দৃষ্টি নন্দন করতে, নতুন একটি প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান সচিব।

গুণগত প্রাথমিক শিক্ষায় উন্নত পাঠ্যপুস্তক প্রণয়ন, যোগ্য শিক্ষক নিয়োগের উদ্যেগও চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি