ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় ছুরিকাঘাতে ঠিকাদার খুন

প্রকাশিত : ০৯:১২, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৩০, ২৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান বালা (৫০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।বুধবার রাত ১০টার দিকে মহানগরীর মুসলমানপাড়ায় এ ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান বালার বাড়ি নগরীর বাগমারা জাহিদুর রহমান সড়কে। তিনি গোপালগঞ্জ শিবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে ও যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক এসএম মেজবাহ হোসেন বুরুজের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রিকশাযোগে মিজানুর রহমান বালা বাগমারায় নিজের বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তার পেটে ছুরিকাঘাতের ক্ষত দেখতে পায়। পরে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি