ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আজ নারায়ণগঞ্জ-কলকাতা জাহাজ সার্ভিসের উদ্বোধন

প্রকাশিত : ০৯:০২, ২৯ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:০৩, ২৯ মার্চ ২০১৯

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-কলকাতা নৌ সার্ভিস শুরু হচ্ছে আজ শুক্রবার। রাত ৯টায় অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অত্যাধুনিক নৌযান ‘এমভি মধুমতি’ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অবস্থিত মেরিএন্ডারসনের ভিআইপি ঘাট থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

জাহাজটি বরিশাল, বাগেরহাটের মোংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা-ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতায় যাবে। একই সময়ে ভারতের ক্রুজ শিপ ‘মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করবে। এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ-কলকাতা রুটে চালু হতে যাচ্ছে নৌযান যাত্রীসেবা।

এদিকে ক্রুজ শিপ যাত্রার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আজ শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জের পাগলায় ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি