ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ট্রেনে কাটা পড়ে বাবা নিহত, মেয়ে আহত

প্রকাশিত : ১৩:৪৭, ২৯ মার্চ ২০১৯

ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আকিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের আড়াই বছরের মেয়ে আঁখি আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোয়াদী রেল ত্রুসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকিদুল চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার পাকা গ্রামের মোরাদ আলীর ছেলে বলে জানা গেছে।

ওসি কাজী কামাল হোসেন জানান, শুক্রবার সকালে আকিদুল তার মেয়ে আঁখিকে নিয়ে মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের সাবদারপুরে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুর গামী একটি ট্রেন সোয়াদী রেল ত্রুসিং পৌঁছালে ট্রেনে কাটা পড়ে আকিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে আঁখিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি