ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯

ঝালকাঠি জেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মিলন কান্তি দাস

প্রকাশিত : ১৪:৩৫, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:০৫, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র সহকারী শিক্ষক মিলন কান্তি দাস।

তিনি ২০০০ সাল থেকে সুনামের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন।

তিনি দৈনিক সংবাদ’র নলছিটি প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নলছিটি শাখার সভাপতি ও নলছিটি প্রেসক্লাব’র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও নলছিটি সিটিজেন ফাউন্ডেশন’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সহ তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন।

জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, জেলার বিচারক প্যানেল সবদিক বিবেচনা করে তাকে জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। তিনি বিভাগীয় পর্যায়ে জেলার জন্য সম্মান বয়ে আনবেন বলে প্রত্যাশা করছি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি