ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১০:০৫, ২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:২৯, ২ এপ্রিল ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জে মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম।

মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সমির উদ্দীন বলেন, ‘ভোরে সীমান্তে বিএসএফ গুলিবর্ষণ করে। এরপর স্থানীয়রা গুলিবিদ্ধ সেনারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর মিলনের লাশ সীমান্তে পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘নিহতরা গরু আনতে গিয়েছিল, না অন্য কাজে, আমার জানা নেই। তবে সেনারুল একবার ফেন্সিডিলসহ ধরা পড়েছিল।’

নিহতের কথা স্বীকার করলেও এই দুই যুবক ঠিক কীভাবে মারা গেছেন, তা খোঁজ নিয়ে পরে জানানোর কথা বলেছে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘সোমবার রাতে বিজিবি সদস্যরা ওই সীমান্ত থেকে ইয়াবাসহ একটি সংঘবদ্ধ চোরা কারবারি চক্রের তিন সদস্যকে আটক করেছে। এরই মধ্যে নিহতের ঘটনা ঘটেছে। তারা ওই চক্রের সদস্য কিনা, কিভাবে মৃত্যু হলো, আমরা খোঁজ-খবর শুরু করেছি। পরে বিস্তারিত জানাব।’


টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি