ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনায় ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৯:২৯, ৫ এপ্রিল ২০১৯

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাজীব আলী রাজু (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগরের খানজাহান আলী থানার শিরোমনি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কাজী রেজউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজু নগরীর আ‌ফিল গেট এলাকার বা‌সিন্দা বলে জানা গেছে। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ওসি কাজী রেজউল করিম জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে নগরীর আফিল গেট এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন রাজু। পথে চিংড়িখালী বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি