ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মানিকগঞ্জে নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১৪:৫৯, ৫ এপ্রিল ২০১৯

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ফজর আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরজ আলী উকিয়ারা গ্রামের রুপাই আলীর ছেলে এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গরুসহ তিনি বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গরুকে গোসল দিয়ে তিনি গোসল করতে নদীতে যায়। ফজর আলী নদীতে গোসল করার সময় ডুব দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনা শুনার পর স্থানীয়রা নদীতে দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.হানিফ আলী জানান, নিহত ফজর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি