ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রাকচাপায় নিহত ১

প্রকাশিত : ১৪:৫০, ৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নাটোরে ট্রাকের চাপায় রাহাবুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশিক হোসেন (২২) নামে অপর একজন।

শনিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের ফুলবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাঘড়িয়া গ্রামের মৃত আক্কাস আলী প্রমাণিকের ছেলে এবং আহত আশিক একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

এসআই মোজাম্মেল হোসেন জানান, নিহত রাহাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহত আশিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি