ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দোহারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ২০:০০, ৮ এপ্রিল ২০১৯

ঢাকার দোহার উপজেলায় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুনসহ আরও অনেকে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি