ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় নিহত ১

প্রকাশিত : ১০:০৭, ৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:০৮, ৯ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের কাছে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ইনসান (২৫) এক আলমসাধু চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সদর উপজেলার বড়ই গ্রামের জাফরমন্ডলের ছেলে। 

মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা রেলবাজারের দিক থেকে বালুভর্তি একটি ট্রাক চুয়াডাঙ্গা বড় বাজারের দিকে আসছিল। এ সময় ট্রাকের পিছনে থেকে একই দিকে যাওয়া একটি আলমসাধু দ্রুতগতিতে ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি উল্টে যায়। আলমসাধু চালক সিটকে পড়েন ট্রাকের চাকার নিচে। ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই আলমসাধুতে আরও দুইজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন ছিটকে পড়ে সামান্য আহত হন। দুর্ঘটনায় নিহত আলমসাধু চালক ও আহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা ঘটনাস্থলে আসে। তারা মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি