ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে দুপক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১

প্রকাশিত : ১৫:৪৯, ১১ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:১৮, ১১ এপ্রিল ২০১৯

মেহেরপুরের গাংনীতে মাদক ব্যাবসায়ীদের দু’পক্ষের ‘গুলাগুলিতে’ ফজলুল হক ফজু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাদক ব্যবসায়ী ফজলুল হক ফজু কাজিপুর খন্দকার পাড়ার সামছুল হকের ছেলে বলে জানা গেছে।

ওই এলাকার পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুমার জানান, হাড়াভাঙ্গা তিনজোল মাঠে গুলাগুলির খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের লাশ ও একটি এলজি শার্টারগান এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, নিহত ফজু ওই এলাকার চিহ্নিত একজন মাদক ব্যাবসায়ী। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা ফজলুল হক ফজুর লাশ শনাক্ত করেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি