ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১৬:০০, ১৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:০১, ১৫ এপ্রিল ২০১৯

ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় পূর্বাশা নামে একটি গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার শাহিনুর রহমান শাহিনসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সংবাদকর্মীদের সামনে ব্রিফিংয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১২টায় আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল কোহিনুর গেট এর পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়। ডাকাত সদস্যের নামে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মুকুন্দি এলাকার ইমান আলীর ছেলে ডাকাত সর্দার শাহিনুর রহমান শাহিন (৪৫)। তার বিরুদ্ধে নারায়নগঞ্জ আড়াইহাজার থানায় খুনের মামলা, একই থানায় ডাকাতির মামলা রয়েছে। সোনারগাঁ থানায় ২০১৫ সালে ডাকাতির মামলা, ২০১৭ সালে নাটোর জেলায় ৩৯৫/৩৯৭ দঃবিঃ মামলা রয়েছে। রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সায়েকপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে তাজুল ইসলাম (৪৭)। এর বিরুদ্ধে ২০১৭ সালে রংপুর জেলার পীরগঞ্জ থানায় ১৭১/৩৯৪ দঃ বিঃ মামলা, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় ২০১৬ সালে ডাকাতির মামলা, একই জেলার পীরগঞ্জ থানায় ২০১৫ সালে ৩৯২দঃবিঃ মামলা, একই থানায় ২০১৪ সালে ৩৯৫/৩৯৭ দঃ বিঃ মামলা রয়েছে। নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ভবানীপুর মধ্যপাড়া এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে এছার উদ্দিন (৪৭)। এর বিরুদ্ধে ২০১৮ সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার ৩৯৫/৩৯৭ দঃ বিঃ মামলা, পাবনা জেলার ঈশ্বরদী থানায় ২০১৭  সালে একই ধারায় আরও একটি মামলা রয়েছে।

কামরুল হাসান (৩৫) ফরিদপুর সদর থানার পরমানন্দপুর এলাকারর মৃত সোনা উল্লা শেখ এর ছেলে। তার বিরুদ্ধে ২০১৭ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ৩৯৪/৩৯৫/৩৯৭ মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়া শরীফুল ইসলাম (২৮) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ইসলামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পশ্চিমপাড়া ডিগ্রির চর এলাকার ফজলুল হকের ছেলে খোরশেদ আলম (৩৫)। খোরশেদ আলমের বিরুদ্ধে ডাকাতি, চুড়ি ছিনতাইসহ ৪টি মামলা রয়েছে। নড়াইল জেলার লোহাগড়া থানার ছাগলছিড়া গ্রামের লিয়াকত মোল্যার ছেলে হাসান (৩৫) হাচান ডাকাত। কার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতি, ছিনতাই ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। হুমায়ুন (২৭) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ঘুতুলিয়া এলাকার নাসির উদ্দিনের ছেলে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু বলেন, রাতের বিভিন্ন সময়ে চলন্ত পরিবহনে যাত্রীবেশে উঠে চালকের স্টিয়ারিং হাতে নিয়ে এবং অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সুবিধাজনক স্থানে নিয়ে সবকিছু লুটে নেয় ডাকাতদলের সদস্যরা। মাঝে মাঝে নারীদেরও শ্লীলতা হানির চেষ্টা চালায়। ইতোপূর্বে এ বছরের ৩১ মার্চ দিবাগত রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় এসআলম পরিবহনে ডাকাতি করে আন্তঃজেলা ডাকাতদল। এ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার সব রুটে পুলিশি টহল জোরদার, মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাইশমাইল এলাকায় একদল ডাকাত সদস্য সিলেট থেকে ছেড়ে আসা পূর্বাশা গাড়িতে ডাকাতি করার জন্য ওৎ পেতে রয়েছে। ঘটনায় আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান পিপিএম, এসআই বিলায়েত হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে ঘটনাস্থলে প্রেরণ করি। তারা ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার শাহিনসহ ৮ সদস্যকে আটক করতে সক্ষম হন। এ সময় ডাকাতদলের দেহ তল্লাশি করে ৭টি দেশিয় চাপাতি, কয়েকটি ধারাল ছুড়ি ও হাতুড়ি  উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ডাকাতির ঘটনায় ৩৯ নং মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে এবং পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের সময় চেয়ে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি