গাজীপুরে মকশ বিলে দুষিত বর্জ্য (ভিডিও)
প্রকাশিত : ১২:০৫, ১৬ এপ্রিল ২০১৯
শিল্প-কারখানার দূষিত বর্জ্যরে কারণে গাজীপুরের কালিয়াকৈরের মকশ বিলে ফসল উৎপাদন কমে যাচ্ছে। বাড়ছে এলাকায় মানুষের রোগ-ব্যাধি। ভয়াবহ এই দূষণ রোধের দাবি স্থানীয়দের।
কালিয়াকৈরের মকশ বিলে একসময় অনেক খাদ্য শস্য উৎপাদন হতো। বর্তমানে শিল্প কারখানার দূষিত বর্জ্যরে কারণে কমে যাচ্ছে তা। এমনকি পাওয়া যায়না মাছও। এছাড়া নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
দ্রুত ফসলের জমি রক্ষার দাবি কৃষকদের।
বিলে খাল খনন করে বর্জ্য অপসারণের উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
বিলটি রক্ষায় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় জেলা প্রশাসন।
মকশ বিল তার প্রাকৃতিক পরিবেশ ও খাদ্য ভান্ডারে ফিরে আসবে এমনটাই চাওয়া এলাকাবাসীর।
আরও পড়ুন