ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

প্রকাশিত : ১৩:৪২, ১৬ এপ্রিল ২০১৯

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে হাঙ্গার প্রজেক্টের বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার রাজাপুর স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মগরাহাট সড়কে এ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাতের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে নুসরাতের মত যাতে আর কোনও শিক্ষার্থীর প্রাণ দিতে না হয়, তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন রাজাপুর স্কুল এ্যান্ড কলেজ কমিটির সদস্য ফেরদাউস হোসেন বাবুল, নারী নেত্রী নিলা রানী দাস, সোহাগ আহমেদ, মোল্লা মনিরুজ্জামান, শিক্ষার্থী ফারজানা মিতু ও ফারিয়া মমতাজ প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি