ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ

প্রকাশিত : ১৪:৪৮, ১৭ এপ্রিল ২০১৯

বরিশালের উজিরপুর উপজেলায় সেবা পরিবহনের বাসের চাপায় লামিয়া আক্তার নামের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে বরিশাল-স্বরূপকাঠী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধরা নিহতের লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।  

পরে উজিরপুর ও বানারীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্দ জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

নিহত লামিয়া গুঠিয়া ইউনিয়নের খায়রুল সিকদারের মেয়ে ও পশ্চিম নারায়ণপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

বানারীপারা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে বাসা থেকে স্কুলে যাচ্ছিল লামিয়া আক্তার। পথে নারায়নপুর এলাকার বরিশাল-স্বরূপকাঠী সড়ক পার হওয়ার সময় বানারীপাড়াগামী বেপরোয়া গতিতে থাকা সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি