ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ১৫:৩৭, ১৭ এপ্রিল ২০১৯

মেহেরপুর সদরে ট্রাক চাপায় অফতাব আলি (৫৫) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী আহত হালিমা খাতুন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত অফতাব আলী মাস্টার মুজিবনগর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের ভাই ও মুক্তিযোদ্ধা ছিলেন। আর আহত হালিমা খাতুনকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহ দারা জানান, অফতাব স্ত্রীকে নিয়ে মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে মুজিবনগর যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে অফতাব ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে জব্দ করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি