ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর নামে বৈদ্যনাথতলার নামকরণ হয় মুজিবনগর

প্রকাশিত : ১৬:৫০, ১৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:৫৮, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

১৯৭১ সালের ঐতিহাসিক এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। পাকিস্তানের কারাগারে বন্ধি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে এ সরকারের নেতৃত্বেই নয় মাসের মুক্তিযুদ্ধে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ হয় মুজিবনগর।

নতুন দিনে নতুন সকাল। রাতের বৃষ্টি শেষে রংধনুমাখা রোদেলা দিনের শুরু।

১৯৭১ সালের ১০ এপ্রিল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন হলেও ১৭ এপ্রিল আসে শপথ নেয়ার ক্ষণ। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম বাগান। বেজে উঠলো জাতীয় সংগীত। এরপর পাঠ করা হলো স্বাধীনতার ঐতিহাসিক ঘোষনাপত্র।

শপথ নিলেন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদসহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। দেয়া হয় গার্ড অব অনার। আইনজ্ঞরা বলছেন, সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল পুরোপুরি গনতান্ত্রিক ও সাংবিধানিক।

স্বাধীনতার মুল স্তম্ভগুলো দেশে থেকে যেন হারিয়ে না যায় সেদিকে নজর রাখার কথাও স্মরন করিয়ে দিচ্ছেন সেদিনের এই কান্ডারীরা।

সরকারের নির্দেশনা আর দেশ বিদেশের সমর্থনে চলতে থাকে সশস্ত্র সংগ্রাম। লক্ষ প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন আরেকটি দেশ, বাংলাদেশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি