ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান

প্রকাশিত : ১৬:৫০, ১৭ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর আ¤্রকাননে আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা।

মেহেরপুরের মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, গালর্স গাইড সদস্যরা কেন্দ্রিয় অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন।

কুচকাওয়াজের পরপরই আনসার ও ভিডিপি অধিদফতর দিবসটির সঙ্গে প্রাসঙ্গিক ‘বদলে যাও, বদলে দাও’ শিরোনামের গীতিনাট্য উপস্থাপন করে।

এরপরই মুজিবনগর স্মৃতীসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনে ও প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু।

পরে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নত ও সম্মৃদ্ধশালী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি