ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন (ভিডিও)

প্রকাশিত : ১২:১৩, ১৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

কেক কাটা, গ্রামীন মেলা, ছবি আঁকা, সাঁতার ও ঘোড় দৌড় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন জেলায় একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে। সামাজিক-সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ আর ভালবাসায় সিক্ত হয় একুশে টেলিভিশন।

শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উদযাপন করা হলো একুশে টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি পুলিশ সুপার মাহাবুবুর রহমান। 

একুশের জন্মদিনে কেক কাটাসহ নানা আয়োজন ছিল কুড়িগ্রামে।

লালমনিরহাটে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিশিষ্টজনরা অংশ নেন।

উত্তরের জেলা পঞ্চগড়ে একুশের জন্মদিনে র‌্যালি, কেক কাটা ছাড়াও ছিল পান্তা ইলিশ ভোজন।

ভালুকায় একুশের আগামী পথ চলার সুধীজনদের ভাবনায় আলোচনা, কেক কাটা আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে একুশের টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়।

নড়াইলে তিনদিনব্যাপী একুশে টিভির জন্মদিন উদযাপন করা হয়। প্রথম দিনে ছিল ছবি আঁকার আয়োজন। পরে বিশিষ্টজনদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাঁতার প্রতিযোগিতা, রশি টানাটানি ও ঘোড়া দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

গ্রামবাংলার ঐহিত্য তুলে ধরতে আরো ভূমিকা রাখবে একুশে টেলিভিশন -এমন প্রত্যাশা তাদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি