ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীর পরকীয়ার বলি স্ত্রী

প্রকাশিত : ১৩:৫৪, ১৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

মাদারীপুরে পরকীয়ায় বাধা দেয়ায় সেলিনা আক্তার (৫০) নামে এক গৃহবধূকে স্বামী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দক্ষিণ থানতলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন দুই বছর ধরে পরকীয়ায় জড়িয়ে পরেন। এতে বাধা দিলে স্ত্রী সেলিনার উপর নির্যাতন করা শুরু করেন তিনি।

বৃহস্পতিবার ভোরে এরই ধারাবাহিকতায় সেলিনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে নিহতের মরদেহ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী হারুন অর রশীদ। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়না তদেন্তর জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি