ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দিনাজপুরে টেন্ডারবিহীন গাছ কাটার অভিযোগ (ভিডিও)

প্রকাশিত : ১২:৪৫, ২২ এপ্রিল ২০১৯

দিনাজপুরের ঘোড়াঘাটে টেন্ডার করা গাছ ছাড়াও পুরানো ও মুল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। স্থানীয়রা বাঁধা দিলে দেয়া হয় হুমকি। এদিকে উপজেলা প্রশাসন ১৬৭টি গাছের টুকরো জব্দ করেছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। টেন্ডারের নামে আম, কাঠাল, তাল কোন গাছই রক্ষা পায়নি দিনাজপুর ঘোড়াঘাট এলাকায়।

নম্বরবিহিন মসজিদের পুরনো গাছও এলাকাবাসির বাধা পেরিয়ে কেটে নেয়া হয়েছে। এলাকাবাসির অভিযোগ বাঁধা দিলে প্রভাবশালীরা দেয় হুমকি।

ঘোড়াঘাট মহাসড়কের রানিগঞ্জ বাজার হতে নুরজাহানপুর হয়ে কানাগাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে মোট ১৩২০টি গাছ বিক্রয়ের জন্য ৭টি লটের মাধ্যমে দিনাজপুর বনবিভাগ থেকে টেন্ডার দেয়া হয়। ঘোড়াঘাট উপজেলার সামসুল ও ভুট্ট নামে দুজন টেন্ডার পান। তবে টেন্ডারের বাহিরে গাছ কাটার অভিযোগ অস্বিকার করেছেন অভিযুক্তরা ।

এদিকে কোন অনিয়মের সুযোগ নেই বলে দাবি বনবিভাগের কর্মকর্তার।

অভিযোগের ভিত্তিতে ১৬৭টি গাছের টুকরা জব্দ করা হয় জানিয়ে, নমুনা হিসেবে কিছু উপজেলা পরিষদে আনা হয়েছে। বিষয়টি তদন্তের ব্যবস্থা নেয়া হচ্ছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।।

দ্রুত তদন্ত করে টেন্ডারবিহিন গাছ কাটার বিচার চান স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি