ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় গরু উদ্ধার

প্রকাশিত : ২৩:৫১, ২৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা ৪টি গরু উদ্ধার করেছে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা গরুগুলো উদ্ধার করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (পিবিজিএম, পিএসসি) জানান, কলারোয়ার কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার হাবিলদার নুর আলম নেতৃত্বে টহলরত বিজিবির একটি দল সীমান্তের ১৩/৩-এস এর ৪ আরবি পিলার সংলগ্ন এলাকায় কেঁড়াগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা। তবে সেসময় কোন চোরাকারবারী আটক হয়নি।

তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি