ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১৩:১৪, ২৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:১৬, ২৭ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে শহরের রেলবাজার এলাকায় এলাকাবাসী এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত ফারুক হোসেন (২২) জেলা শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।

এ ব্যাপারে সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান বলেন, ভোরের দিকে রেলবাজার এলাকা দোকানে চুরির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী ফারুককে ধরে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি