ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত : ১৬:৫২, ২৭ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ৫টি দোকানে টিন কেটে চুরি করার অভিযোগে গণপিটুনীতে এক যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় সদর হাসপাতালে গুরুতর আহত ফারুক হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ফারুক হোসেন চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।

রেলবাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচটি দোকানে টিন কেটে চুরির করতে আসে একটি চক্র। এসময় নাইটগার্ডসহ এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় চোরের দল পালিয়ে যাবার চেষ্টা করলে ফারুক হোসেনকে ধরে এলাকাবাসী গণপিটুনী দেয়। এসময় অন্যরা পালিয়ে যায়।

গণপিটুনির এক পর্যায়ে ওই যুবক গুরতর আহত হয়ে পড়লে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান ফারুক হোসেনকে মৃত. ঘোষণা করেন।

সদর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুহিতুর রহমান জানান, গণপিটুনীতে নিহত ফারুকের স্বীকারোক্তিতে চুরি অভিযোগে আরও ২ চোরকে আটক করা হয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি