ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভয়াল ২৯ এপ্রিল স্মরণে সন্দ্বীপ সমিতির আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত : ০০:১৩, ৩০ এপ্রিল ২০১৯

১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলে নিহতদের স্মরণে সন্দ্বীপ সমিতি, ঢাকা`র উদ্যেগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৯ এপ্রিল ) রাজধানী কাকরাইলে রূপালী লাইফ টাওয়ার এর কনফারেন্স রুমে জলোচ্ছ্বাসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান মিতা এমপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলু। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহনাওয়াজ মাহমুদ লাভলু, ব্যবসায়ী আব্দুল জলিল।

প্রধান অতিথি  মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে সন্দ্বীপসহ  উপকূল অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। এই দিন আসলে বেদনার দিন। সেদিনের দুঃসহ স্মৃতি আমাদের তাড়িত করে। স্বজন হারানোর ব্যাথা নিয়ে সন্দ্বীপবাসী এখনও বেঁছে আছে। এইদিনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সমিতির সভাপতি সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, সন্দ্বীপের উন্নয়ন হলেও নৌযাতায়াতের ক্ষেত্রে সন্দ্বীপ এখনও পিছিয়ে রয়েছে। প্রকৃতি বিরূপ আচরণ না করলে নৌ যোগাযোগের দৃশ্যত সমস্যা অচিরেই সমাধান হবে ইনশাল্লাহ।

বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল উপকূলে দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তৎকালীন বিএনপি সরকার ব্যর্থ হয়েছিল। একমাত্র দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান অনাহারে অর্ধাহারে কষ্ট পাওয়া মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুর্যোগের পরদিন।

সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মো. সিরাজুল মাওলা, সদস্য মনিরুল হুদা বাবন, যুগ্ম সম্পাদক আরিফ আলী, সদস্য কানাই চক্রবর্তী সহ প্রমুখ।

আলোচনা শেষে ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।

কেআই/

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি