ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী জোক্কা নিহত

প্রকাশিত : ১০:৫৯, ৩০ এপ্রিল ২০১৯

মাদারীপুরের কালকিনিতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জহির উদ্দিন জোক্কা (৪২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের উত্তর চরাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরকাঝিকান্দি গ্রামের সোবহান খানের ছেলে।

র‌্যাবের দাবি, তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি, বরিশালের গৈরনদী থানায় মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৮ জানায়, দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে কালকিনি উপজেলার রমজানপুরে অভিযানে যায় র‌্যাব-৮ এর সদস্যরা। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জহিরুল নামে একজনের মরদেহ উদ্ধার করে র‌্যাব। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান, সোমবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে কালকিনির চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে কালকিনি থানায় চারটি মাদক মামলা রয়েছে। এর আগেও তিনি বহুবার মাদক মামলায় জেল খেটেছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি