ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সাতক্ষীরার শ্যামনগড়ে সুপেয় পানির তীব্র সংকট (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৫, ৩০ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:২৫, ৩০ এপ্রিল ২০১৯

সাতক্ষীরার শ্যামনগরে দেখা দিয়েছে সুপেয় খাবার পানির তীব্র সংকট। মিষ্টি পানির পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় গোটা উপকূলীয় এলাকায় পানির জন্য হাহাকার। ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো সংস্কারের পাশাপাশি দ্রুত নতুন পুকুর খননের দাবী স্থানীয়দের।

ঘূর্ণিঝড় সিডর ও আইলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় জনপদের মিষ্টি পানির আঁধার। কোথাও কোথাও অতিরিক্ত লবণ থাকায় অধিকাংশ টিউবওয়েলই এখন ব্যবহারের অযোগ্য। বাধ্য হয়েই পুকুরের পানি পান করছেন এলাকাবাসী। কখনো বা ধরে রাখছেন বৃষ্টির পানি।

ভুক্তভোগীরা জানান, শুষ্ক মৌসুমে এ অঞ্চলের পুকুরগুলো প্রায় শুকিয়ে যায়। ফলে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয় তাদের।

জেলা প্রশাসক জানান, সমস্যা সমাধানে পুরাতনগুলো সংস্কার-সহ নতুন পুকুর খনন করা হবে।

দ্রুত সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবী সাতক্ষীরার শ্যামনগরবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/এসইউএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি