ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে মহান মে দিবস পালিত

প্রকাশিত : ২২:৪৮, ১ মে ২০১৯

‘দুনিয়ার মজদুর এক হও’ এ শ্লোগানকে সামনে রেখে স্থলবন্দর বেনাপোলে মহান মে দিবস পালন করেছে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক, মটর শ্রমিক সংগঠন, বাস-ট্রাক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

বুধবার সকালে বেনাপোল বন্দরের বিভিন্ন  শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে মহান মে দিবসের শোক র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

বেনাপোল স্থলবন্দরের ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা এক শোক র‌্যালি শেষে ২নং গোডাউনের সামনে নিজস্ব কার্যালয়ে নিহত শ্রমিকদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৮৯১) সভাপতি কলিমুদ্দিন মোল্যার সভাপতিত্বে ও শ্রমিক ইউনিয়নের (৯২৫) সভাপতি রাজু আহমেদের সঞ্চালনোয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  নুরুজামান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম আসিফ-উদ-দৌলা সরদার অলক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আলী কদর সাগর প্রমুখ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি